আজকে আমি আপনি জানতে পারবেন আইএফআইসি ব্যাংকের সুবিধা সম্পর্কে। এছাড়াও আরও জানতে পারবেন আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা, আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট, আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট, আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট খোলার নিয়ম, আইএফআইসি ব্যাংক আমারএকাউন্ট খোলার নিয়ম, সুবিধা ও অসুবিধা সম্পর্কে। তো চলুন শুরু করি।
আইএফআইসি ব্যাংক IFIC Bank
বর্তমানে মানুষের অর্থের নিরাপত্তার জন্য ব্যাংকিং সেক্টরের ভুমিকা ব্যাপক। প্রতিনিয়ত এই ব্যাংকিং সেবা বেড়েই চলেছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে।
মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে ব্যাংকিং সেক্টরে যুক্ত হচ্ছে এবং বিভিন্ন ব্যাংকের মধ্যে একাউন্ট খুলতেছে। এই ব্যাংকিং সেবার মধ্যে অনেক ব্যাংক সেবা দিতেছে আইএফআইসি ব্যাংক ( IFIC Bank ) সেগুলার মধ্যে অন্যতম। কেননা, আইএফআইসি ব্যাংকের সুবিধা ব্যাপক।
বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেবার প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে অন্যান্য ব্যাংকের তুলনায় আইএফআইসি ব্যাংকের সুবিধা অনেক বেশি। IFIC Bank গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন পুরস্কার সহ দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক গুলোর মধ্যে তালিকাভুক্ত হয়েছে।
IFIC Bank Account
আইএফআইসি ব্যাংকে কয়েক ধরনের অ্যাকাউন্ট খোলা যায় , তবে আমরা যারা সাধারন জনগন তারা সাধারণত ২ ধরনের অ্যাকাউন্ট এই বেশি ব্যবহার করে থাকে। যথাঃ
- আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট
- আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট
আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট ific bank sohoj account
অনেকেই আছেন যারা সামান্য কিছু টাকা ব্যাংক এ জমা রেখে সেটার বিনিময় কিছু মুনাফা পেতে চান, তাদের জন্যই আইএফআইসি সহজ একাউন্ট টি অনেক ভালো হবে। কারণ, আইএফআইসি সহজ একাউন্ট ( IFIC Amar Account ) সকল বয়সী গ্রাহকদের ব্যাবহারের জন্য।
আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট খোলার নিয়ম
আইএফআইসি সহজ একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটস্থ তাদের কোন একটি শাখায় যেতে হবে আর নিচের তথ্যগুলো দিতে হবে, তাহলেই আপনি খুব সহজেই আইএফআইসি ব্যাংক সহজ একাউন্টটি খুলতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
মাত্র ১০ টাকা খরচ করেই আপনি খুব সহজেই সহজ একাউন্ট খুলতে পারবেন।যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম খরচ । আইএফআইসি ব্যাংক একাউন্ট খোলার জন্য নিম্নের স্টেপ বাই স্টেপ সকল পদক্ষেপ অনুসরণ করুন। এটি খোলার জন্য আপনার কিছু তথ্যের প্রয়োজন পড়বে। যথাঃ
- আপনার ২কপি পাসপোর্ট সাইজ ছবি
- আপনার জাতীয় পরিচয়পত্রের ১ কপি ফটোকপি
- Utility Bill বা ইউটিলিটি বিলের কপি যেমনঃ গ্যাস বিল/ পানির বিল/ ইলেক্ট্রিক বিলের কপি) ( যদিও এটা বাধ্যতামূলক নয়, না দিলেও হবে ) ।
- আপনি যাকে নমিনি করবেন তার ১ কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। (বাধ্যতামূলক নয়, তবে সব ব্যাংকেই এইগুলা চেয়ে থাকে) ।
আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট ific bank amar account
গ্রাহকদের জন্য IFIC Bank Limited এর আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট অন্যতম। আইএফআইসি আমার একাউন্ট (IFIC Amar Account) হলো বাংলাদেশে প্রথম গ্রাহকবান্ধব One Stop অ্যাকাউন্ট, যেখানে এক অ্যাকাউন্টের মধ্যেই একাধিক সুবিধা একীভূত করা হয়েছে।
আইএফআইসি ব্যাংক আমারএকাউন্ট খোলার নিয়ম
আইএফআইসি আমার একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটস্থ তাদের কোন একটি শাখায় যেতে হবে আর নিচের তথ্যগুলো দিতে হবে, তাহলেই আপনি খুব সহজেই আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট টি খুলতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
আইএফআইসি আমার একাউন্ট খোলার জন্য আপনার যা যা লাগবেঃ
- আপনার বা আবেদনকারীর ৩ কপি ছবি
- আপনি যাকে নমিনি রাখবেন তার ১ কপি ছবি
- আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- সংস্থার কাছ থেকে পরিচিতিপত্র (এটি কেবল পেরোল গ্রাহকদের জন্য)
আইএফআইসি ব্যাংকের সুবিধা
বাংলাদেশের অন্যতম সেরা একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Limited) অধিকতর সুপরিচিত। এই IFIC Bank সর্বদা এর গ্রাহক চাহিদা মেটাতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । ব্যাংকটি চেষ্টা করে যাচ্ছে যে, কীভাবে আরও গ্রাহকদের সুবিধা প্রদান করা যায় কিংবা গ্রাহকদের উত্তম সেবা প্রদান যায় এবং প্রতিদিন নতুন গ্রাহক সংগ্রহ করা যায়।
তো আইএফআইসি ব্যাংকের সুবিধা বলতে আমরা জানবো আইএফআইসি ব্যাংক সহজ একাউন্ট ও আইএফআইসি ব্যাংক আমার একাউন্ট এর সকল সুবিধা ও অসুবিধা সম্পর্কে। তো আসুন জেনে নেই IFIC Bank এর সকল সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত।
আইএফআইসি ব্যাংক সহজ একাউন্টের সুবিধা
তো চলুন আইএফআইসি ব্যাংকের সহজ একাউন্ট এর সুবিধাগুলো সম্পর্কে জেনে নেইঃ
- সহজ একাউন্ট এর রয়েছে আকর্ষণীয় হারে দৈনিক মুনাফা সুবিধা।
- যদি আপনার একাউন্টে অ্যাকাউন্ট ব্যালেন্স ৫,০০০/- বা তার বেশি থাকে, তাহলে আপনি প্রতি মাসে ২% করে মুনাফা পাবেন।
- একাউন্ট মেইনটেনেন্স চার্জ সম্পূর্ণ ফ্রী, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এর জন্য বছরে কোন প্রকার চার্জ দিতে হবে না।
- এই অ্যাকাউন্ট এর আওতায় আপনি লোন সুবিধাও পাবেন। চাইলে আপনি ব্যাংক থেকে হোম লোন ১ কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন।
- আপনি দেশের যেকোনো বুথ এর মধ্যে চার্জ ফ্রী ক্যাশ আউট করতে পারবেন । কোনো এক্সট্রা চার্জ যদি কাটে আপনার একাউন্ট থেকে , সেক্ষেত্রে এটি ৩ কর্ম দিবস এর মধ্যে সেই টাকা আপনি ফেরতপাবেন।
- আপনি চাইলে ভিসা কার্ড ও নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রতি বছর ৪০০/- এর মত খরচ বহন করতে হবে।
আরও পড়ুনঃ 500 টাকার মোবাইল ঘড়ি 2025 – mobile ghori
আইএফআইসি ব্যাংক সহজ একাউন্টের অসুবিধা
IFIC Bank এর যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে, চলুন জেনে নেই সেই সব অসুবিধা সমুহঃ
- এই অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আপনি কোনো চেক বই পাবেন না। ব্যাংকে টাকা লেনদেন এর ক্ষেত্রে বা জমা দিতে হলে আপনাকে স্লিপ দেওয়া হবে সেই স্লিপ এর মাধ্যমে আপনি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।
- আপনি এই অ্যাকাউন্ট এ কোন ডুয়াল কারেন্সি বা ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারবেন না। শুধু দেশের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন।
- একদিনে সর্বোচ্চ ৫ বার টাকা উত্তোলন করতে পারবেন , এর বেশি পারবেন না।
মূলত সব ব্যাংকের কিছু না কিছু সুবিধা এবং অসুবিধা আছে, তবে সব ব্যাংকের চাইতে IFIC ব্যাংকের সুবিধা গ্রাহকদের জন্য অনেক বেশি। এছাড়াও আপনি চাইলে IFIC Bank এর যেকোনো শাখা এবং উপশাখা থেকে একই ধরনের সেবা নিতে পারবেন।
আইএফআইসি ব্যাংক আমার একাউন্টের সুবিধা
এখন আইএফআইসি ব্যাংকের আমার একাউন্ট এর সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানুন।
- এক একাউন্টেই সঞ্চয় ও ঋণ (Overdraft) সুবিধা। অর্থাৎ, ‘আমার একাউন্ট’ খুললে আপনি একই অ্যাকাউন্টের মধ্যে সেভিংস করতে পারবেন এবং ঋণ গ্রহণও করতে পারবেন।
- এই একাউন্টে আপনি কারেন্ট অ্যাকাউন্টের (Current Account) সুবিধাও ভোগ করতে পারবেন
- স্লাব-ভিত্তিক আকর্ষণীয় সব মুনাফা হার- তাই আপনি যত সঞ্চয় করবেন, তত আয় পাবেন।
- এখানে আপনার দৈনিক হিসেবে সুদ গণনা করা হয় এবং মাসিক প্রদান করা হয়।
- ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা।
- ডেবিট কার্ড-ক্রেডিট কার্ডের জন্য আপনাকে মাত্র ৫৭৫/- দিতে হবে, সেটাও আবার বাৎসরিক।
- দেশের যেকোনো এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন এবং এতে কোনো ফি প্রদান করতে হয় না।
- এক চেক বই দিয়ে আপনি সঞ্চয় এবং ওভারড্রাফটের উভয় টাকা তুলতে পারবেন।
- সুদের হার কম যা প্রচলিত ক্রেডিট কার্ডের প্রায় এক তৃতীয়াংশ।
- এখানে কোনো লুকানো চার্জ নেই।
আইএফআইসি আমার একাউন্টের অসুবিধা
আইএফআইসি আমার একাউন্টের অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধাও রয়েছে। “IFIC Amar Account” এই অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহককে অবশ্যই সর্বনিম্ন ১০০০/- ব্যাংকে ডিপোজিট করতে হয়। কিন্তু এই ১০০০/- এর বিপরীতে কোনো প্রকার লাভ বা মুনাফা দেয়া হয় না।
এটি ছাড়া আর তেমন কোন অসুবিধা নেই বললেই চলে। আশা করি আপনি এই বিষয়েও একটা স্বচ্ছ ধারনা পেয়ে গেছেন।
আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট
আইএফআইসি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বলতে আপনার বেসিক লেনদেনের অ্যাকাউন্টকেই বঝায়। এই অ্যাকাউন্ট আকর্ষণীয় সুদের হার দিয়ে থাকে।
আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
IFIC Bank এর সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে, অবশ্যই এইগুলো নিয়ে আপনার নিকটস্থ কোন একটি শাখা কিংবা এজেন্ট বাংকিং এর কাছে গেলে আপনি খুব সহজেই আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
- যিনি অ্যাকাউন্ট খুলবে বা যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার স্বাক্ষর সহ একটা ফর্ম পূরণ করতে হবে।
- যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি লাগবে
- জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট / জম্মনিবন্ধন / ড্রাইভিং লাইসেন্স এর ফটো কপি লাগবে
- যাকে নমিনি রাখা হবে, তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটো কপি লাগবে
আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা
আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট এর মধ্যেও আপনি অনেক সুবিধা পাবেন, আসুন তাহলে সেগুলো জেনে নেই।
সুবিধাঃ
- চেক বই ইস্যু করা হয়
- এখানে আপনাকে ভিসা কার্ড Visa Card দেয়া হয়
- এখানে আপনি এসএমএস সুবিধা পাবেন
- Q-Cash ATM এর মাধ্যমে কোন প্রকার ফী ছাড়াই অ্যাক্সেস সুবিধা পাবেন
আইএফআইসি ব্যাংক সেভিংস একাউন্ট অসুবিধা
IFIC Bank Savings Account এর কিছু সুবিধা থাকেও কয়েকটি অসুবিধাও রয়েছে, আসুন আমরা সেগুলোও জেনে নেই।
অসুবিধাঃ
- চেক বইয়ের জন্য প্রতি পাতা খরচ ৪ টাকা
- ডেবিট কার্ড ফী প্রতি বছর ৫০০ টাকা
- এছাড়াও হিসাব ক্লোজিং চার্জ ২০০ টাকা
উপসংহার
আশা করি আপনার মনের যত প্রশ্ন ছিল সেগুলো এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পেরেছেন। কিন্তু এরপরও যদি আপনার মনে এই বিষয় নিয়ে কোন জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিংবা আমাদের contact us পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করেও জনাতে পারবেন। আমরা সব সময় আপনাদের এইরকম সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
FAQ
আইএফআইসি ব্যাংকের শাখা কয়টি?
উত্তরঃ সমগ্র বাংলাদেশে তাদের শাখার সংখ্যা ১৭০ এবং উপশাখার সংখ্যা ২৮৫।
বর্তমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান কে?
উত্তরঃ মোঃ মেহমুদ হোসেন হচ্ছেন বর্তমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান
IFIC ব্যাংকে একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে?
উত্তরঃ IFIC ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনার এন আই ডি কার্ডের ফটোকপি এবং ২কপি পাসপোর্ট সাইজের ছবি। নমিনির আইডি কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি। নিজের আইডি কার্ড সাথে আনবেন আর ১৫০০ শত টাকা।
আইএফআইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান কে?
উত্তরঃ আইএফআইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
আইএফআইসি ব্যাংক এর প্রোডাক্ট কি কি?
উত্তরঃ ডিপোজিট একাউন্ট, লোন, কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, এবং অন্যান্য আর্থিক সেবা ইত্যাদি
আইএফআইসি ব্যাংক কি সরকারি?
উত্তরঃ না, এটি সরকারি নয়, এটি বাক্তি মালিকানাধীন
আইএফআইসি ব্যাংকের সরকারি শেয়ার কত?
উত্তরঃ ৩২.৭৫%
আইএফআইসি ব্যাংকের টিএসও বেতন কত?
উত্তরঃ ৩৬,৭০০/-
আরও পড়ুনঃ ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ ২০২৫ – ওয়ালটন,নন ফ্রস্ট,ডিপ